অভিশপ্ত বেকার জীবন
মোঃ তবিবুর রহমান হৃদয়
যখন আমি বেকার ছিলাম ছিলোনা টাকা পয়সা
তখন তুমি চলে গেল আমার কাছে আইসা !
দিলাম তোমায় মাথার কিড়া ভালবাসার দাবি
স্বার্থই নাকি? তোমার কাছে ছিলো সুখের চাবি!
অভিশপ্ত এই বেকার জীবন তুমি বলে গেলে
আমায় তুমি ভাসিয়ে গেলে দুই নয়নের জলে !
তোমার কাছে টাকাই ছিলো প্রেমের চেয়ে দামি
আমার মাঝে স্বার্থ খুঁজেছ বুঝিনি তা আমি !
আজ বুঝিলাম প্রেম মন দিয়ে নয় স্বার্থ দিয়ে হয়
স্বার্থের সাথে লেনাদেনা ভালোবাসার পরিচয়!
তুমি স্বার্থ ছাড়া আমার মাঝে হৃদয় খোঁজনি
তুমি ছিলে যে এমন হৃদয় হীনা আগে বুঝিনি !
এখন বুঝি বেশ ভালোই আছো অন্য জনার ঘরে
আমার মত তোমার কি? কোন স্মৃতি মনে পড়ে !
এখন আমি নয় তো বেকার একটা চাকরি করি
দুঃখের মাঝে জীবন নদী দিচ্ছি আমি পারি !
বেকার কি?প্রেম করতে নেই বাধতে নেই ছোট ঘর
বেকার কি? হয়না বিয়ে হয়না পরিবার!
বেকার কি? নয়ন ভরে স্বপ্ন দেখতে মানা
কনের বাবা পয়সা ছাড়া বেকার বর খোঁজেনা!
তারিখ-২৮/০৩/২০২৩
গাজীপুর,ঢাকা