অভিমান
মোঃ তবিবুর রহমান হৃদয়
বন্ধু আমার মান বোঝে না
প্রাণের মাঝে পরান খোঁজে না !
না খাইলে ওসে খাইতে কয় না
অনুরাগের সুর বোঝে না!
মান ভাঙার সে বর বোঝে না
আপন পরের ভেদ বোঝে না!
কথা না কইলে সে কথা জাছে না
দেখে ও যেন চোখে দেখে না!
আমি ভাবি সে বলবে কথা
সে জন্য থাকি নিরবতা!
সে মান ভাঙাবে বলবে কথা
ভিজবে আমার চোখেঁর পাতা!
সে মোর পানে চায় বাঁকা চোখে
মুচকি হাসে দেখে দেখে!
তার মন ছুটে যায় আনন্দে তে
চোখঁ ভরা মোর অশ্রু দেখে!
মোন ভরা মোর বিশুন্যতা
বুকের ভিতর কত ব্যথা!
রোজ ভাসে মোর চোখেঁর পাতা
স্মৃতির পাখি কয় যে কথা!
বন্ধু আমার মোন বোঝে না
মোর লেখা কি গান শোনে না!
মন দিয়ে মোর মন খোঁজে না
মোর মাঝে তার মান খোঁজে না!
হঠাৎ যখন টিভির মাঝে
মোর লেখা গান উঠবে বেজে!
বলবে সবে গানের মাঝে
এই তো চেনা ছবি ভাসে!
বলবে সবাই কার লেখা গান
গানে এতো বিরহের টান!
বুঝবে তখন খুঁজবে তখন
কাঁদবে তোমার প্রান!
তারিখ-২৩/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়