নামাজ কাজা হলে মনে কষ্ট নাহি এলে!
খোদার ভয়ে যদি তোমার না কাঁদে হৃদয!
নামাজ পড়তে খুশি যদি না লাগে প্রশান্তি!
বুঝে নিও তোমার নামাজ ভুল ভ্রান্তিময়!
তবে জেনে নিও খোদার কাছে প্রিয়
তোমার নামা জের নেই পরিচয়!!
নামাজ মুমিনের জন্য সোজা!
বে-না মাজি কাফেরের জন্য বোঝা!
না মাজে ব্যবধান কাফের মুসলমান!
নামাজ মুমিনের মেরাজ ময়!
নামাজ হলো জান্নাতের চাবি!
বলেছেন আমাদের প্রিয় নবী!
না মাজে যত্ন নিলে আঁধারে আলো মিলে
দোজাহান শুধু হবে মধুময়!
আজান শুনে তুমি কাজকে বলো!
কাজের চেয়ে এখন নামাজ ভালো!
নামাজ খারাপ থেকে দূরে দূরে রাখে
নামা জের তরে মুমিনের পরিচয়!
তারিখ-২৬/০৯/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়