আজান হলে মসজিদে চল ভুলে দুনিয়া দারি
ফকির বাদশাহ এক জামআতে নামাজ আদায় করি
ও তুই নামাজ বিনা কেমনে খুলবি-দুবার
জান্নাতেরই বাড়ী,
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি রে
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি,
নামা জের মাধ্যমে আল্লাহ তা'য়ালার দ্বীদার মিলে
আল্লাহরই কুদঁরতি পাঁয়ে বান্দা সিজদা দিলে
আল্লাহর ডাঁক শুনে তুই কেমনে রইলি -দুবার
লইয়া বুকে আঁড়ি,
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি রে
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি
নামাজ হলো মমিন ও কাফেরের ব্যবধান
হাদীস খুলে দেখনা তোরা আছে তার প্রমান
কবর, হাশর, মিজান কেমনে দিবি-দুবার
নামাজ ছাড়া পাড়ি,
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি রে
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি
রোজ হাশরে প্রথম আল্লাহ নামা জের হিসাব নেবে
নামাজ বিহীন অন্য কাজের মুল্য নাহি দেবে
সেদিন নামাজের হিসাব পারলে দিতে
পাবে জান্নাতের বাড়ী,
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি রে
নামাজ জান্নাতের চাবি চাবি গেলে ছাড়ি