মাটির ঠিকানা
মোঃ তবিবুর রহমান হৃদয়
একদিন এই দেহ খানা চুকিয়ে দিয়ে লেনাদেনা !!
কদম তলায় নিঝুম নিরালয় হইবে বিছানা!
মাটির মানুষ খুঁজে পাবে মাটির ঠিকানা !!
পইরা রবে জমিদারি রঙ বেঙের বাড়ি গাড়ি !
এলান হবে বাড়ি বাড়ি আসবে সজন সারি সারি !
সব ছাড়িয়া শূন্য হাতে হইবে রওয়ানা !
মাটির দেহ মাটিই খাবে মাটির সাথে মিশে যাবে !
পাপে ভরা দেহ মাঝে উই পোকাদের বসত হবে !
সেই মাটি থেকে উঠবে যেতে আসল ঠিকানা !
তারিখ-০৬/১২/২০২২