কত যে ভুল আমার কত দোষ আমার
রাখিনা তো সে ভুলের খোঁজ একবার!
নিজের ভিতরে ভুল পুষে রেখে!!
অন্যের ভুল ত্রুটি খুঁজি বারে বার
নিজে কে ভাবে ধোঁয়া তুলসী পাতা!
সত্য ন্যায়ের কথা লাগে যে তিতা!
বিবেকের পাখিরা সব ডানা মেলে!
উড়ে গেলো আজ অপরাধীর দলে!
নফসের কালো মেঘে সত্যকে রাখে ঢেকে
অস্বীকার করে সে সৃষ্টি যাহার
নিজের বিচার যে করতে পারে
তাকেই তো প্রকৃত মানুষ বলে!
হৃদয় হীনা তার ভুলের তরে
অনুতাপ না করে প্রসঙ্গ তোলে!
মানতে পারে না সে ভুলের মাঝে আছে
ভুল তরিতে তার জীবন পারাপার
তারিখ-১৮/০৯/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়