জ্যোৎস্না ঝরা রাত
মোঃ তবিবুর রহমান হৃদয়
এই জ্যোৎস্না ঝড়া রাতে আমি একলা থাকি জেগে; যদি কেউ থাকতো আমার সাথে
দুটি হাত রাইখা আমার হাতে!
উড়িতাম দু'জনে মিলে মুক্ত কাশে ডানা মেলে পাখিদের মত গগন সাগড় গহিন তলে; তারার মেলায় হারিয়ে যেতাম ফুল পাখিদের ঘুম করিতাম এ মধুময় রাতে!
কিন্তুু আমি গভীর সমুদ্রে মৃত্যময় ঝিনুকের
মত পরে আছি এই অগোচরে নিজেকে
একা কি করে এখন !
আকাশের দিকে বার বার তাকিয়ে দেখি কত
সুন্দর মিল তারাদের মাঝে কোন বিরহ নেই কোন ঝগড়া বিবাদ নেই তাদের মাঝে
তারা যে কার ইশারায় জলজল করে জ্বলছে সারাক্ষণ!
তুমি তো নেই আমার পাশে জোনাকিরা টিপটপ নিভেজ্বলে আমার চোখেঁর সামনে ফুলেরা সুভাস ছড়ায় গোলাপের বাগান থেকে কি অপরুপ শুভ লগন ফুলের গন্ধে মনে হয় ঘুমিয়ে পরি দুব্বলা ঘাষের কোলে !
শিশিরের কণা গুলো টলবল করছে কচু পাতার মাথায় এভাবে আমার সারাটি রাত কেটে গেলো তুমি বিহীন ভোর ডাকা পাখিরা জেগে উঠলো
কুশুমকলি ফুটলো কদম ফুলের ডালেডালে!
তারিখ-২৭/০২/২০২৩