জালিমের হাত-
মোঃ তবিবুর রহমান হৃদয়

যারা জালিমের হাত শক্ত করতে বাড়ায় ঐক্যেবল।
যারা ইসলামকে নিঃশ্ব চিহ্ন করতে সদা থাকে অটল।
তারা মুসলিম নামে দবিদার হলেও মসলিম তারা নয়।
তারা আল্লার কাছে জালিম শুধু এই ওদের পরিচয়।
ওদের বাহিরে এক ভিতরে আরেক দ্বী-মুখি আচরন।
ওরা এক বিংশের খোদাদ্রোহী নমরুদ ফেরাউন।।

ওরা মানুষের মত দেখতে হলেও  হিংস্র এক হায়না।
ওরা নিজেদের ভালো মন্দ ছাড়া অন্যের ভালো চায়না।
ওরা শক্তের অধিক ভক্ত আর নরমের মহাজম।
ওরা মজলুমের সাথে করে গাদ্দারী জালিমের প্রিয়তম।
ওদের মুখে নীতির পুষ্প ফোটে অন্তর কাঁটাবন।
ওরা নিমেষেই হাজার ভেঙে দিতে পারে সজ্জিত বন্ধন।

ওরা দিনকে রাত বলতে পারে রাতকে বলে দিন।
ওরা ভাবেনা কখনো এই খেলাঘর রবেনা চিরদিন।
ওদের হিংসায় জ্বলে সারা অঙ্গ অন্যের ভালো দেখে।
ওরা কথার ছুরি মারে বারে বার মজলুমের ওই বুকে।
ওরা কথার ছলে কাঁটা ঘাঁয়ে দেয় ছিটিয়ে লবণ।
এখন স্বার্থের চেয়ে ওদের কাছে নেই তো কিছু আপন।

তারিখ-০৩/০৩/২০২৫
গাজীপুর,ঢাকা