জাগো হে' মসলিম-(মাজলুম)
মোঃ তবিবুর রহমান হৃদয়

জাগো হে 'মসলিম/মাজলুম জাগো
সিংহের মত করো গর্জন।
তুমি-বিড়ালের মত নয় হাজার বছর
সিংহের মত বাচো কিছু ক্ষন।।

তুমি মরলে শহীদ হবে বাচলে গাজী।
রাখবে স্মরণ তোমায় এই পৃথিবী।
এমন জীবন করো গঠন
মরিলে হাসিবে কাঁদিবে ভুবন।।

একবার ঘুরিয়ে দাঁড়িয়ে দেখো।
শত্রুর চোখে চোঁখ চোঁখ রাখো।
দেখবে তোমার ডরে তাদের হৃদয় জুরে
থরো থর কম্পন উঠবে তখন।।

সত্য ন্যায়ের পথে থাকতে যদি
যায় নিভিয়ে যদি জীবন বাতি।
তাতে কোন নেই ভয়,আল্লাহ সাথে রয়।
এমন মরন তো সুখের মরন।

তারিখ-০৪/১২/২০২৪
গাজীপুর,ঢাকা