আমার পাপের ও সেদিন হইবে বিচার
আমিও তো পাব না এক চুল ও ছাড়!
এই মন জানে আমার প্রাণ জানে পৃথিবী
না জানুক কত গুনাগার!!
আমি পৃথিবীর না জানুক কত গুনাগার

না জানুক বৃক্ষ সাগর নদী
নীল আকাশের চাঁদ তারকা রাজি
না জানুক মরু পাহাড় রাতের আধার
এই মন জানে আমার প্রাণ জানে পৃথিবী
না জানুক আমি কত গুনাগার

অনুতাপে কাঁদে মন কাঁদে সারাক্ষণ
ভুলে ভুলে কেটে গেলো সারাটা জীবন
ক্ষমা যদি নাহি করো ওহে পরো আর
কি হবে আমার সে দিনের পারাপার
  এই মন জানে আমার প্রাণ জানে
পৃথিবী না জানুক কত গুনাগার


তারিখ-১৪/০৯/২০২২
মোহাম্মদ তবিবুর রহমান হৃদয়