গীবত
মোঃ তবিবুর রহমান হৃদয়

যার হৃদয় মন মস্তিষ্ক পচা দূর্গন্ধযুক্ত তারা সব সময়
তাদের চারিপাশে ফুলের সুভাস ছরালে ও তারা পাচা দূর্গন্ধ অনুভব করে তাদের শাস প্রশাসে সুগন্ধ সৌরভ অনুভব করতে পারে না !
কারন যারা মিথ্যার পূজারী তারা মিথ্যাকেই ভালোবাসে মিথ্যা নিয়ে তাদের সব সময় বানিজ্য !
যারা মানুষের পরনিন্দা গীবত করে বেরায়  তাদের মস্তিষ্কে পরনিন্দা গীবতের অমানিশা ঘোরপাক করে তারা নিজেরা যে মন মানসিকতার মানুষ তারা শয়নে স্বপনে অন্যদেরকে ও নিজেদের মত ভাবে !
মানুষ শুধু সার্থের মোহে অন্ধ হয়ে গীবতের মত এতো বড় মহাপাপ করতে দিধাবোধ করেনা !
কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ চোর সে সব সময় সবাইকে দেখলেই পুলিশ ভেবে নিজেকে আতংকে রাখে !
কারন সে তো নিজেই অপরাধী  তাই অপরাধ বোধ তাদেরকে সারাক্ষণ তারা করে বেরায় !

তারিখ-২৮/১২/২০২২