গানের কবিতা যদি সুর নাহি পায়
কখনো কি তাকে নিয়ে গান বাধা যায়!
প্রেমের ভুবনে যদি প্রেম নাহি রয়!
এই নিখিল ধমনি টা লাগে মরুময়
খোদার ভয়ে যদি বুক ভেসে যায়
মনটা হারায় যদি দূর মদিনায়!!
সুরের পাখিরা যদি প্রাণ খুলে গায়ে
সুন্দর এই পৃথিবীটা লাগে মধুময়
চাঁদের হাসিতে হাসে মন মোহনা
গোলাপের গন্ধে হয় প্রেম রচনা!!
সাগরের ঢেউয়ে ঢেউয়ে গান গায়ে যায়
আল্লাহ মহান শুধু তার পরিচয়