ফাঁদ-
আমার সামনে শত্রু পিছনে শত্রু,শত্রু বামে ডানে।
শত্রু আমার নিত্য সঙ্গী ঐ বিধাতা জানে।
আমার ঐ বিধাতা জানে।
আমার কাছের মানুষ পর হইয়াছে দুঃখ দিয়া প্রাণে।
ও দিন রজনী বুনছে তারা নতুন নতুন ফাঁদ।
কি করে ফেলিবে ফাঁদে করিবে বরবাদ।
আমায় করিবে বরবাদ।।
প্রতিহিংসায় তারা জ্বলে সারাক্ষন গোপনে গোপনে।
আমার প্রতি করতে জুলুম গড়ছে ঐক্য'দল।
কারনে অকারনে তারা করছে শুধুই ছল।
তারা করে শুধুই ছল।।
আমি মরার মত বেচে আছে এই পৃথিবী জানে।
সত্য এখন কয়না কথা সেও তো মিথ্যার দলে।
মিথ্যার ভয়ে সত্য এখন তাল মিলিয়ে চলে।
তাদের তাল মিলিয়ে চলে।।
আমার চারি পাশে নামেই মানুষ চেনে প্রয়োজনে।
মোঃ তবিবুর রহমান হৃদয়
তারিখ-০৩/১২/২০২৪
গাজীপুর,ঢাকা