দুর্গম পথের পথিক-
মোঃ তবিবুর রহমান হৃদয়
তারিখ-০১/০৩/২০২৩

মরে গেলে সকল মানুষ চির জীবনি হয়
বেচে থাকতে এই দেহটা চিরদিনের নয়
-রে মন চিরদিনের নয় !!
দেহের মরন হয় রে শুধু রুহের মরন নয়
রুহ বাচে অনন্তকাল মরন নাহি হয়
-রে মন মরন নাহি হয় !!

পরান পাখি উইড়াঁ গেলে আসে না আর ফিরে
নিথর দেহ পইরা রবে তোমার শুন্য বালুচরে !
-রে মন শূন্য বালুচরে !

সারি সারি ডাক্তার বিজ্ঞান যদি ওঝা ঝারে
কারো কি আর সাধ্য আছে দেহে প্রান
ফিরাতে পারে !
-রে মন প্রান ফিরাতে পারে !
অনন্তকাল হইবে শুরু তোমার ইহকাল
আর নয় !

থাকলে আমল হবে কোমল অন্ধকার কবর  !
আমল বিনা কেউ চিনবেনা তোমার রাখবেনা খবর !
-তোমার রাখবেনা খবর !

রুহ টাকে সাজাও না রোজ দিয়া নামাজ রোযা!
দুর্গম পথের পথিক তোমার পথ হবে সোজা!
-রে মন পথ হবে সোজা!
তবেই রাসুল উম্মত বলে তোমায় দেবে পরিচয় !