যারা মা বাবাকে বোঝা বলে বৃদ্ধাশ্রমে রাখে ফেলে!
তাদের সন্তান একদিন দেবে সেথায় ঠেলে!
ধারালে শোধ হবে গুনি জনে বলে!
ইহকাল পরকাল তাদের যাবে বিফলে!!

মা বাবা যদি উহু করে তোমার কঠোর ব্যবহারে!
আল্লাহ তোমার নারাজ হবে দেখো হাদীস পড়ে!
মা বাবার স্হান আল্লাহ নিজের পরে দিয়েছেন!
সন্তানের স্বর্গ নরক তাদের দুঃখ খুশির ঢলে!

মা-বাবাকে দুঃখ দিলে মক্কার হাজী হলে!
হবে না তোমার ওই হজ্জ কোশ্চিন ও কালে!
মা বাবা থাকলে ঘরে হজ্জ তুমি করো পরে!
খেদমত করো তাদের চরণ ও জ্বলে!

যে জীবনে মা বাবা পেলো আর জান্নাত অর্জন করতে নাহি পেলো!
সে ধ্বংস হউক তখন রাসুল আমিন বলে ছিলো!
মা বাবা থাকলে খুশি ভাঙ্গা ঘরেও চাঁদের হাসি!
কোন কালে ঠেকবে না সে দো'য়ার ফলে!



তারিখ-০১/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়