বিয়ের ফুল
মোঃ তবিবুর রহমান হৃদয়
২০০৫ সাল ৫ই মার্চ বর সেজে এক পালকিতে
ফাসলাম বিয়ের ভেলকিতে!
শংসেজে ওই ঢং সেজে বর কনে রঙ পিরিতে
বর যাত্রী উঠলো মেতে চরকিতে!
ধাপের হাট হাছান পাড়া ঘটোক এসে হইলো খাড়া
পাত্রী দেখতে নাকি অগ্নি ঝড়া!
পাত্র দেখে পাত্রীপক্ষ দিচ্ছে তাড়া আজ রাতেই হবে বিয়ে সারা তাই শুনে বর আত্মহারা!
মেয়ে যেন দেখতে কেমন চলন বলন রুপের ধরন
মেয়ে দেখে হলো মোর হৃদয় হরন!
গায়ের রঙ ছিলো তার শ্যামলা বরন গোলগাল মুখের গঠন লাজুক লাজুক দুটি নয়ন!
এক পলকে একটু দেখা কল্প নাতে ছবি আঁকা
মনে মনে ভালবাসা !
তার প্রেমেতে পরছি বাধা যেন বিনা সূতায় গাথা
অপূর্ণ এই জীবন পাতা হলো পরিপূর্ণতা!
পাত্রী দেখতে গেলো ছেলের ভাই জামাতা পাত্রীর বাড়ি দেখে তাদের নষ্ট হলো মাথা!
উভয় পক্ষের হলো পাকা দেখা শুক্র বারে বিয়ের কথা রাত্রে হলো বিয়ের শুভ যাত্রা!
ঢোল বাজে ধুমধাম বক্স বাজে বিয়ের সানাই গান বাজে আত্বীয়রা রাত জাগে!
রাত হাসে ওই চাঁদ হাসে নতুন কনের লাজ দেখে
ফুল সজ্জায় লজ্জায় চোখ জাগে!
তারিখ-২৩/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়