এতো সুন্দর ইটের বাড়ি একদিন যাইতে হবে ছাড়ি
এই বাড়িতে তোমায় তো আর কেউ রাখিবেনা!

সাড়ে তিন হাত মাটির ঘর অমাবস্যা অন্ধকার
দিনে দিনে সে ঘর তোমার ঘর থাকিবেনা

তোমার জীবনের সব ইনকাম পরিচিতি পরি নাম
সবই তো থেকে যাবে শুধুই তুমি রইবেনা!
আমল ছাড়া তোমায় সেদিন কেউ চিনিবেনা!!


আসিবে দুই ফেরেস্তা জিগাবে তিনটি কথা
আল্লাহর রাসুল কে দ্বীন কি ছিলো!!
দিতে পারলে উত্তর কবর হবে ভরপুর!!
জান্নাত হইবে সে ঘর কবর রইবেনা


সে ঘরে থাকবে না তো খাট পালং টিভি
ইয়ার কন্ডিশন!!
দিন কি বা রাত হলো বোঝা যাইবেনা!!
থাকলে ভাল আমল কবর হবে সুখ মহল!!
নয় তো সাপ বিচ্ছু কেউ ছাড়িবেনা


তারিখ-২৭/০৯/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়