আলোর পথ
মোঃ তবিবুর রহমান হৃদয়
            
রাসুল সঠিক দ্বীন এনেছে দেখিয়েছে আলোর পথ  !
সত্যের মশাল হাতে জ্বেলে সে এনেছে সুপ্রভাত।
মক্কায় জন্মিলেন নবী মদিনাতে হিজরত!
নুর নবীজি বিশ্ববাসীর জন্য ছিলো রহমত !

রাখলেন তিনি বিদায় হজ্জে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষন
কোরআন হাদিস আঁকড়ে ধরো ভ্রষ্টতা হবে দমন!
ইসলাম ছাড়া আর কোথাও নেইতো এতো বরকত!
ইসলাম হলো শ্রেষ্ট ধর্ম ইসলাম চির মুক্তির পথ !

কালিমা নামাজ রোযা হজ্জ যাকাত এই পাঁচটি
খুঁটি !
এই পাঁচ খুটি ছাড়া জীবন কেমন হবে পরিপাটি!
দেখালেন তিনি এমন জগত তুচ্ছ হীরা মানিক জহরত!
তাহার চেয়ে অধিক দামি জান্নাতের পথ!

তার আসাতে পাগল পারা চন্দ্র সূর্য গ্রহ তারা !
আকাশ বাতাস হুর ফেরেস্তা সাগর ঝরনাধারা !
আঁধার করছে মাথা নতো পাপি তাপি যতোi!
শীতল ছায়ায় কোমল মায়ায় ধূ্ষর মরুর পথ !

তারিখ-২১/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়