একুশের চেতনা
মোঃ তবিবুর রহমান হৃদয়
যারা রক্তপনে রেখে গেছে
বাংলা ভাষার সম্মান
আমরা তোমাদের ভুলি কি
করে ত্যাগের এই অবদান!
যতই আসুক বাধা বিপত্তি
আসুক ঝড় তুফান !
বাংলা ভাষার মান রাখতে মোরা
জীবন করবো বলিদান !
যতদিন সূর্য পূর্ব আকাশে হবে উদিত
ততদিন এই বর্ণ প্রদীপ থাকবে প্রজ্বলিত !
এই ভাষাতে কাব্য লিখি লিখি কবিতা গান!
এই ভাষাতে রফিক সফি বরকত
জীবন করেছে দান!
পদবী মোদের বীর বাঙালী রক্ত
দিতে করিনা ভয়!
প্রয়োজনে আরো রক্ত দিবো তবু ও
মানব না পরাজয়!
বর্ণমালা মোদের অহমিকা ফসল
একুশের চেতনা
একুশ যেন রক্তিম সূর্য বুক ফাটা
বেদনা !
একুশে ফ্রবুয়ারী আমি কি করে
ভুলিতে পারি
আমার ভাইয়ের রক্তে রাঙানো
বিশুদ্ধ বর্ণের হাড়ি !
সাহিত্য চর্চাতে বাংলা কবিতার
নেই অবকাশ
ভাষার বিশালতা যেন সাগড়ের
মত সিমাহীন নীল আকাশ!
তারিখ-২৪/০২/২০২৩