এখনো ঘোর আঁধারের ঘূর্ণি পাকে ঘূরছে মানুষ!
এখনো সত্য ন্যায়ের কথা শুনে হচ্ছে না হুশ!
এখনো আজান শুনে যাচ্ছে না কেউ খোদার ঘরে!
এখনো দিচ্ছে না কেউ নিজকে সপে খোদার তরে!

কখন যে মরতে হবে সেই কথা টার আসছে না বুঝ!
এখনো কিসের নেশায় রঙ্গ সা গড়ে ছুটছে মানুষ!

এখনো ইসলামের অবমাননা দেখে মানুষ নিরবতা !
এখনো কথায় কথায় বলছে মানুষ মিথ্যে কথা!
এখনো অত্যাচার রঙ মিছিলে লক্ষ্য নেতা!
এখনো মজলুমের কান্না শোনার নাই জনতা!
এখনো ভাবছে মানুষ রঙ মহলের রঙ্গীন ফানুস!
এখনো হৃদয় মাঝে কোরআন হাদীস কর ছিনা পুশ!

এখনো কলেজ ভার্সিটিতে নাই তো কোন পড়াশুনা!
সেখানে হচ্ছে সদাই দুষ্কর্মের আড্ডা আনাগুনা !
এখনো ডাকছে যারা আলোর পথে দু'হাত তুলে!
তাদের কে দিচ্ছে ঠেলে কারাগারে ফাঁসির শুলে!
এখনো অপরাধীরা পাপ সাগরে দিচ্ছে যে ডুপ!
লাগিলে সার্থে আঘাত সাপের মত করছে যে ফুশ!

এখনো ক্ষুধার জালায় কাঁদছে পথে হাজার শিশু!
এখনো ডাস্টবিনে ময়লায় দেখি অনেক কিছু!
এখনো ছাড়ছি না তো করতে পরের সমালোচনা!
এখনো চিনছি না তো কে যে কাহার আপন জনা!
এখনো ফেরায় না তো কাবার দিকে নিজের এ মুখ!
এখনো লোভ লাল সায় হৃদয় সদাই থাকে বেহুশ !

এখনো রাত্রি হাসে আঁধার মাঝে হয়নি প্রভাত !
এখনো আলোর মাঝে করছে বিরাজ জাহেলিয়াত!
এখনো স্বাধীন দেশে পরাধীনতার টানছে জোয়াল!
এখনো সবুজ মাঠে সোনার ধানে চাষীর শুন্য গোয়াল!
এখনো কোরআন হাদীস মতে চলছে না মানুষ!
এখনো কথায় কথায় দিচ্ছে মানুষ খাচ্ছে যে ঘুশ!


তারিখ-০৭/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়