একদিন আসিবে মরন-
মোঃ তবিবুর রহমান হৃদয়
একদিন আসিবে মরন এ জীবন করিতে হরণ।
চিঠি দিছে সাদা চুল ঝরে যাবে জীবন ফুল।
আজরাইল ঘুরছে পিছু রাখো কি স্বরন।
সাঙ্গ হবে তোমার সাধের এই জীবন।। হায়রে-
তোমার গাড়ী বাড়ি অট্টালিকা ছেড়ে যেতে হবে একা
নিমেষেই থেমে যাবে জীবনের চাঁকা।।
সেই দিন তুমি হবে লাশ বলে যাবে কাঁচা বাঁশ।
হবে এলান চারি দিকে কাঁদিবে স্বজন।
উড়ে গেলে পরাণ পাখি ফিরবে না যতই ডাকি
শুন্য ঘরে পরে রবে একা কি ।।
থাকবে না তোমার দাম মুছে যাবে খ্যাতি নাম।
মানব গাড়ীতে তোমার বিদায়ী কাফন।
তারিখ-২১/০১/২০২৫
গাজীপুর, ঢাকা