আযানের সুর ভেসে যায় যে বহুদুর!
যতই শুনি ততই আমার লাগে সুমধুর!!
দূর হতে দূর হৃদয় গহীন পুর!
মনের মিনার জুড়ে আমার বেদনা বিধুর!

ফজর জহর আছর মাগরিব জুমআ ইশা!
এত শুনেও মেটে না যে আমার মনের তৃষা!
শুনতাম যদি দূর মাদিনার আজানের সুর!

শুনতাম যদি বেলালের আজানের ধ্বনি!
যে আজানে মুগ্ধ ছিলো আল্লাহ কাদের গণি!/
জুরাই তো যে অশান্ত এই আমার হৃদয় খানি!
আমার হৃদয় কণ্ঠে মাঝে দাও গো প্রভু সেই
আজানের সুর!




তারিখ-২৮/০৯/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়