আজান হলো আঁখি খোলো ঘুম থেকে ওঠো জেঁগে
নামাজ পড়ো অশ্রু ফেলো হৃদয়ের গহীন বাগে

নামাজ পড় রোজ হাশরে নামা জের হিসাব আগে
আল্লাহর নাম জপো সবে রাগে অনুরাগে

দিনের শেষে রাত্রি সাজে আধার কেটে ভোর আসে
গাছে গাছে ফুল পাখিরা আল্লাহর প্রেমে ভাসে
সুরের তানে ছুটে চলে নদীর ও গহীন বাগে

সারা দিনের পাপের ডালি ডুবে যাবে সাগরে
সিজদা করে দু'হাত তুলে অশ্রু ফেলো অঝরে
জুই চামেলি হাছনা হেনা চন্দ্র তারা জাগে


তারিখ-২৬/০৯/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়