আজ আকাশের বৃষ্টিতে
মোঃ তবিবুর রহমান হৃদয়
আজ আকাশের বৃষ্টিতে
জাগলো সারা সৃষ্টিতে!
শুকনো মাটির ধান ক্ষেতে!
পাগলা হাওয়া উঠলো মেতে!
নীল নদে ওই পুল খাদে
কাঁজল বিলের ঝিল হাসে!
বিলের ঝিলের জলের মাঝে
খলসে পুটি মাছ হাসে!
চৈত্রের অগ্নি ঝরা খড়াতে
ভুগ ছিলো জল তৃষ্ণাতে!
বাড়ির পাশে ধান ক্ষেতে
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাং ডাকে!
কাশঁ বনে ওই সাদা ফুলে
পাগলা হাওয়া যায় যে দুলে!
আকাশ জুরে মেঘের খেলা
বৃষ্টি পরে সারা বেলা!
ওই আকাশে মেঘ উড়ে
বিলের জলে বক উড়ে!
মা বলে তুই আয়রে ঘরে
থাকিস না আর বাহিরে!
মাঠ ভরা পাকা ধান দেখে
কৃষকের আজ প্রাণ নাচে!
সোনার ফসল সবুজ মাঠে
কৃষকের মুখে হাসি ফোটে!
তারিখ-২৫/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়