১৬ই ডিসেম্বর
মোঃ তবিবুর রহমান হৃদয়

বিলের উপর জল কুঠিরে
আজ সারা বিকেল জুরে !
মুক্ত হাওয়ায় বিলের ধারে
কত রঙের মানুষ ঘোরে !

কেউবা পাগল ছেলফিতে
চলপটি আর ফুসকাতে !
কেউবা প্রেমের গল্পতে
লাল সবুজের রঙে মেতে !

মুক্ত মোদের স্বাধীন দেশ
লাল সবুজের বাংলাদেশ !
চারিদিকে নানান রঙের বেশ
১৬ই ডিসেম্বরের বাংলাদেশ !

তারিখ-১৬/১২/২০২২