আচ্ছা, আমি খুব হিংসুটে, তাই না?
হ্যা, তুমি তো তাই ভাবো!
তোমাকে হাসতে দেখলে
তোমাকে গাইতে শুনলে
তুমি খিল খিল করে কথা বললে
অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকলে,
নতুন কোনো বন্ধু পেলে,
আমি কেন জানি সহ্য করতেই পারি না।
কী করে সহ্য করব, আমি যে আমাকে ছাড়া তোমার
হাসি, কথা, কাজ, বন্ধুদের মানতেই পারি না।
তুমিই বা আমাকে ছাড়া কেন হাসো,
কেন আমকে ছাড়া অন্য কারো সঙ্গে এত কথা বলো।
আমাকে ছাড়া তোমার কোনো বন্ধুকেই আমি
সহ্য করতে পারি না।
এটা যদি হিংসা হয়, তবে মেনে নিলাম আমি হিংসুটে।
আমি তো চাই, তুমি শুধু আমার সঙ্গে থাকো,
আমিও তো শুধু তোমাকেই নিয়ে থাকি,
তোমাকে নিয়ে ভাবি, তোমার কথা শুনতে চাই।
তবে, কেন তুমি দূরে থাকবে, অন্যকিছুতে ব্যস্ত থাকবে?
কেন, কিসের অভাব তোমার?
বলো আমায়, তাও পূরণ করে দেব আমি।
তুমি শুধু আমার সঙ্গে থাকো
সারাটাক্ষণ, প্রতিটা মুহূর্ত।।