বিকেলের চায়ের দোকান, জমজমাট আড্ডা, ব্যর্থ ব্যবচ্ছেদ
তবু দুজনের এক সরলরেখা, যোগ গুণ বর্ধনের স্বাদ
হতে পারে বাক-বিতর্ক, মাথার উপর এক ছাদ সরে পড়ার ভয়
জোয়ার-ভাটায় হেলে দুলে সম্পর্কের নিবিড় নিষ্কলঙ্ক ছেদ
চলে গেলে হার মানা, থেকে যাওয়া কি দিগবিদিক জয়
পরাজয়ের গ্লানি নেওয়া পোড়া সমাজে সে ব্যতিক্রম নয়
চলে যায় সুনয়না, কবিতার খোরাক জমে পাহাড় হয়
কাটা পাহাড়ে নতুন পথ, টিক টিক সময় বয়