পিঁপড়েগুলি
চায়ের কাপে
হেঁটে হেঁটে
হঠাৎ থেমে যায়।
সাঁঝবেলায়
পুজোর ধূপে
গাইতে গাইতে
নৃত্য হয়।
কেউ এলে দেবী বারণ করে,
আজ যাব না আরেকদিন।
ঘুঙুর পরে নাচের ঘরে ঘাম ঝরে,
হাসনাহেনার গন্ধ আসে নাক বরাবর।
দেবতার ঘরে
পিঁপড়ে আসে,
এক-দুই-তিন বাড়তে থাকে।
নৃত্যশালায় হাসনাহেনার
গন্ধ ভাসে,
দেবীর দেহে বাদ্য বাজে।
বাচ্চাটি বলে, মা, মা, মাগো, তুমি আসবে না
দেবতা ছাড়ে না, দেবীর স্তনে মাদকতা, পিঁপড়েগুলি ছুটতে থাকে।