কখন কোথায় যেতে হবে, তা আমার বলতে ভালো লাগে
নতুন দিনের কর্ম চিন্তা কিংবা কোনো সভা জরুরি কাজে
আমায় থাকতে হবে, আমি বলে রাখি, আমার ভালো লাগে।
না জানা দিনগুলো আর ভুলে যাওয়া অতীত, ছুঁড়ে ফেলে
এগুতে হবে, ভাঙ্গা পায়ে অবশ দেহে, পাশে পাশে
অনেক দূরে, তবুও আমার নির্ভরতা ভাবিয়ে তুলে।
ভাবনা তাকে নয়, আমাকে, আমার বিশ্বাস হারানোর ভয়ে
কেঁপে উঠে বার বার, কেন না জেনে, না শুনে, চলে গেছি অনেক দূরে।
পাশে পেয়ে তাঁকে, ভুলের মাশুল গুণে আঘাতে আঘাতে তাঁরই দিকে
ছুটে আসি তাঁরই দিকে, আমার হাত বাড়িয়ে, ক্ষমা করে দিতে বলি ঈশ্বরকে
কতবার না জানিয়ে চলে গেছি, ছিলেন তবু পথ চেয়ে, ব্যথায় চুপে চুপে।
আজ আমার পঙ্গু দেহে প্রাণের জোয়ার তাঁরই বলে।
মায়ের রক্তে ঘামে, আমার নিশ্বাসে প্রশ্বাসে
একটি নাম- মা, মা, আমি তোমার চরণে।