শুনতে পেলাম আমাকে মেরা ফেলা হবে, খুব শীঘ্রই।
বিনয়ের সাথে গ্রহন করব এই মৃত্যুকে, যদি মেরে ফেলেই।
আমাকে মেরে ফেললেও আমি তোকে ভালোবাসব,
মেরে ফেললেও আমি তোর স্বাধীনতা চাইব,
শুধু একটিবার প্রাণভিক্ষা চাইব, তোকে প্রণাম করার,
আমার বসতভিটা দেখার, আমার প্রিয় পুকুরপাড়ে যাবার।



আগাছা তুলতে গিয়ে হাতটা কেঁপে উঠল,
প্রিয় চারাগাছের আড়ালে লুকিয়ে থেকে তারা
একটুখানি প্রাণভিক্ষা চাইল । আমি নির্দয়ের মতো
মাটি ভেঙ্গে তাদের শিকড় তুলে আনলাম ।
কোনো কথা হলো না,শুধু হাতটা কেঁপে উঠল ।

আঙুলের আলতো ছোঁয়ায় চায়ের কাপে
ভাসতে থাকা পিঁপড়াদের তুলে আনতে পারি ।
আজ আমার কী হলো ! আমি পারছি না !
প্রিয় চারাগাছের আড়ালে লুকিয়ে থাকা
আগাছা আমার কাছে প্রাণভিক্ষা পাচ্ছে না ।