দিনের শেষে ক্লান্তিকে দিয়ে ছুটি
বসেছি যে আজ ভাবনার খুলে দ্বার,
হতাশার সাথে আপোষে না গিয়ে
জিতবো তো আমি বারবার।
রাতের গভীরে দুর নির্জনে
ভেসে আসে ঐ নিশীথের গান,
শুধু ভুলে যাওয়া ব্যাথার আকুতি
হায় যদি আজ ফিরে পাই প্রাণ।
নৈশ্যব্দের প্রিয় পুজারী যে আমি
খুঁজে ফিরি শুধু আত্মার ডাক,
আমার আমিকে পেয়েছি তো খুঁজে
চেষ্টায় কোন রাখিনি যে ফাঁক।
প্রিয়জন সব আছে শুধু ঘিরে
অস্তিত্বের সব কাছাকাছি তারা,
হাসিমুখ সব আশেপাশে দেখি
বইছে যে মোর রক্তের ধারা।
মাঝরাতে বসে আঁকিবুকি কাটি
মনের সমুদ্রে উঁকি মেরে দেখি,
হয়তো বা খুঁজি হারানো সে সুর
হারিয়ে না যায় সেই ইচ্ছে পাখী।