পাহাড়ী নদী মুচকি হেসে বললো আমায় দিনের শেষে-
দেখতো আমায় লাগছে কেমন আজকে পড়া নতুন বেশে,
চোখের তারায় চোখটি রেখে ভাবের ঘরে বাঁধন রেখে
বলল তারে বনের গাছ লাগছে ভালো তোমায় দেখে।
ভালোলাগার এই যে রেশ জড়িয়ে তারে রেখেছে বেশ,
বুকের মাঝে কাঁপন আসে ,ভালোলাগার নেই কো শেষ-
সুয্যিমামা পুবের কোনে মারলে উঁকি নদী যে জাগে,
নদীর ধারের হিমেল হাওয়া গাছের ভীষণ ভালো লাগে।
প্রথম যেদিন নদীর স্রোত গাছের শেকড় গেল ছুয়ে
ভালোলাগার প্রথম ধারা বুকের মাঝে গেল বয়ে ,
সেই তো শুরু আজব নেশা স্বপ্ন মাঝে যাওয়া আসা
নদীর বুকে উঠলে ঢেউ বনের মনে জাগে ভাষা।
সন্ধ্যেরাতের চাঁদের কিরণ জলের ওপর পড়ে যখন
মাতাল হয়ে বনের গাছ ঝুকিয়ে মাথা দেখে তখন,
হাওয়ার বেগ উঠলে বেড়ে গাছের শাখা নড়ে চড়ে
নদীর প্রতি ভালোলাগা শতগুনে ওঠে বেড়ে।