মনের মানুষ মিষ্টি হেসে গোলাপী ঠোঁটে বলল শেষে-
যাকে দেখে পাগল হলে সে তো আমি কন্যা বেশে,
ছিলাম ভালো কাজের মাঝে ,কি যে হলো কে বা জানে?
চোখের হারান হারাই তোমায় মন কি আমার থোরাই মানে?
কি যে তুমি দেখতে পেলে বুঝতে না পাই আমার মাঝে?
এখন শুধু সেই হাসিটাই মনের মাঝে সকাল সাঝে,
দিনের শুরু মিষ্টি হেসে এদিক ওদিক চোখ যে খোঁজে-
হঠাত দেখি ঘড়ির কাটায় মধ্য দিনে বারোটা বাজে।
কাজের মাঝে ইতি উতি চোখের তারা ঘোরে ফেরে
সত্যি বুঝি উঠলো ভেসে একটি লাইন পর্দা পড়ে,
এইভাবে যে মনের মানুষ হারায় চোখে নিজের পুরুষ
প্রাণ খুলে যে বলবে তারে কে বা জোগায় তার ই সাহস।
দিনের শেষে আঁধার নামে মনের মাঝে আশার ঝলক
হবে তো দেখা ভীড়ের মাঝে পড়বে না তো আমার পলক,
কথায় কথায় রাতের প্রহর বাড়বে জানি হিসেব ছাড়া
সেই হাসিতেই মরন আমার তাইতো আমি দিই যে সাড়া।
নানা রং এর শাড়ির মাঝে দেখাবে তারে জাদুর মায়ায়
চোখ জুড়োবে মন ভরাবে কথার মাঝে কথার আশায়,
ঠিক যেন এক পাহাড়ী নদী বইছে জোরে আপন নেশায়
তার পাড়েতে এদিক ওদিক ঝড়ের মাতন নতুন দিশায়।