জামাই ষষ্ঠী হলো শেষ,
যায় না কেন তার রেশ?

জামাইয়ের নামে পড়ল প্লেট
সবাই মিলে পুরলো পেট।

মাছ মাংসের বাজার আগুন,
এখন শুধু খাও বেগুন।

জামাই বাবার পেটে কষ্ট,
দুদিন ধরে অফিস নষ্ট।

শ্বশুর বাবার মাথায় হাত,
এক ঝটকায় কু্পোকাত।

বাজার ছাড়াও জামা কাপড়,
এখন পাতে সেঁকা পাপড়।

জামাই বাবার হাল ও খারাপ,
করছে এখন বাপ বাপ।

কিছু না হোক দশটা হাজার,
খসলো সেদিন করে বাজার।

সামনে আবার আসছে পুজো
কাজের কথা ভাবছে কেজো।

কিছু না হোক ত্রিশটি হাজার
খসবে তখন ভাবতে ব্যাজার।

শ্বশুর বাড়ি কৌরব বংশ,
মেয়েটা তো ভাই তারই অংশ।

বাঙ্গালীর ভাই এই তো হাল,
কেটে গেছে যে আজ স্বর্ণ কাল।

দেশে নেই কোন শিল্প আজ,
কাজের কথায় মাথায় বাজ।

পয়সাটা আজ কোথায় পাব,
ব্যাবসা করতে কোথায় যাব?

দেশের রাণী শাসন ছেড়ে,
খেলা নিয়ে ব্যাস্ত বেড়ে।

চারিদিকে তার বাবুরা সব,
ব্যাস্ত আছেন গোছানোর রব।

দেশটা থেকে কাজ উঠেছে
অভ্যেস সব গোল্লায় গেছে।

দেশকে এত যারা ভালোবাসে ,
কিছু কি তাদের যায় বা আসে?