ভিজে বাতাসের বোবা কান্নায় জড়ানো বিষণ্ণতা কেটে যায় জ্যোত্স্নার ছোঁয়ায়-
একরাশ অবসাদের মাঝে কিছু হাসি কিছু কথা নিয়ে আসে দিনের মুহুর্ত,
আমার সময়ের চাকা ঘুরে যায় শুধু প্রতীক্ষার প্রতিটি পলের অনুকণা গুনে,
আজ ও ভেবেছি যদি সে ফিরে আসে সাজিয়ে ডালা ভালোলাগার পসরা নিয়ে,
বিধাতা মুচকি হেসে জানান দেয় অসহায়তার মোড়কে জড়িয়ে আবার একটি না।
আমার মনের আয়ানায় ধরা পরা ছাতের ধারে সেই একফাঁলি চাঁদ,
মেঘ কেটে আকাশের বুকে উঁকি মেরে ডুব দেয় ভাতঘুমে ,
অপেক্ষার পল পরতে পরতে বেড়ে আকাশের বুকে পাখা মেলে দেয়,
স্মৃতির কুয়াশা ঘেরা ধুমকেতুর শ্বেতপথে বারে বারে ফিরে আসে ,
আয়নার মাঝে প্রতিবিম্বে ফুটে ওঠা বুকের গভীরে লেখা সেই নাম।
আবার পেরিয়ে যাবে একটি গোটা দিন জীবনের খাতায় ঢেরা ফেলে,
না দেখা না পাওয়ার হিসেবের ভার বেড়ে বহুগুনে উঠেছে যে ফুলে,
আকাশের পানে চেয়ে ভরা দুটি চোখ শুধু অপেক্ষায় খসে পড়া তারার,
আশায় বুক বেঁধে শুধু ফিরে সে আসবেই কার্ণিশের ধারে এক ফালি চাঁদ,
জ্যোত্স্নার পথ বেয়ে ভেসে আসা বিধাতার হাত ধরে এক টুকরো হাসি।