আমি কি ভালবেসে ফেলেছি রাতের নির্জনতাকে?
আমি আমার গভীরে কি শুনতে পাই নিঃশ্বাসের স্বর্গীয় শব্দ?
আমি কি শুনতে পেয়েছি সেতারের ধুন ঝি ঝি পোকার গুঞ্জনে ?
আমি রাতের অন্ধকারের বুক হতে মেখে নি এক খাবলা জ্যোত্স্নার রং-
আমি প্রাণ ভরে নিয়ে নি খোলা হাওয়ায় ভেসে বেড়ানো রাতের অক্সিজেন,
আমি দু হাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধার চেষ্টা করি ভেসে যাওয়া মেঘের ছেড়া টুকরোগুলোকে।
আমি আমার মনের জানলা খুলে রাতের তারাদের ডেকে নি সঙ্গ দেওয়ার লোভে ,
আমি গভীর রাতের কুকুরের কান্নাতে খুঁজে পাই বেহাগের সুর,
আমি ফিসফিসিয়ে কথা বলি গাছের ডালে বসে ঝিমোনো পাখীদের সাথে,
আমি কি এখনো খুঁজে ফিরি আমার হারানো স্বপ্নের ছেড়াখোরা টুকরো?
আমি কি এখনো মাঝরাতে হেঁটে যাই ধুমকেতুর ছেড়ে যাওয়া কুয়াশা পথ ধরে?
আমি কি একাকীত্বের গভীরতায় খুঁজে পেয়েছি লুকনো জীবন পাখির প্রাণের খবর?
আমায় আমার স্বপ্নে বিভোর হতে দাও হে বিধাতা।