সময়কে আমি বলে দেব আমার সাথে লুকোচুরি খেলো না-
আমায় আমার মতো থাকতে দাও,
বিধাতাকে আমি বলে দেব আমার নামটি তোমার খাতা থেকে মুছে দাও
আমায় লিখে নিতে দাও আমার ভাগ্য আমার ইচ্ছে মতো,
ঈশ্বরকে আমার বিনতি আমার জগতে নাক গলিয়ো না-
আমায় গড়ে নিতে দাও আমার জগত,
সমাজকে আমি চেঁচিয়ে জানাব বেঁধোনা আমায় তোমার নিয়মে-
আমায় বাঁচতে দাও আমার মতো করে ।
রাতের নিশাচর পাখী আমায় পথ দেখায় জ্যোত্স্নার হাত ধরে চাঁদের পানে ,
ভোরের সুর্য আমায় প্রাণখুলে হাসতে শেখায়,
মাটির গন্ধ আমায় এনে দেয় মাদকের নেশা,
সবুজের ডাক আমায় করে তোলে পাগল,
আমি নিঃশ্বাস নিতে চাই পাহাড় চুড়োয় দাড়িয়ে ইউক্যালিপটাসের গন্ধে,
সমুদ্রের ঢেউএর আলিঙ্গনে আমার রমণ সুখ,
পাহাড়ী নদীর স্বচ্ছ ধারায় আমার ভালো লাগে নগ্নতার প্রতিরূপ দর্শন,
পাইন গাছের নিঃশ্বাসের শব্দে আমি খুঁজে পাই আমার আমি কে,
আমি ভালবাসতে চাই আদিম মানবের তীব্রতায়।
আমায় ফিরে পেতে দাও হারানো সব মুহুর্তের স্বর্ণখনি।