একটা ভিজে অন্ধকারে ঝাপসা একটা ছবি,
ভিজে মাটির গন্ধে আমার মাতাল করা নেশা-
দুর আকাশের কোণে , কালো মেঘের আড়ালে
শুধু লাগামছাড়া ভালোলাগার একটু মেলামেশা।
বৃষ্টি ভেজা উদাস মনের এলোমেলো ছোঁয়া
ধুসর মেঘের কোলে দেখা সাদা বকের পাখা-
হয়তো আবার ফিরে পাব ছন্দহীনের আশা
হারিয়ে গেছে ইচ্ছে পাখী ,শব্দ কোথায় রাখা?
রাতজাগা এক নিশাচরীর কোমল মনের লয়
মেঘে ঢাকা চাঁদের বুকে কাটছে আঁকিবুকি-
নেইতো কোন পাওয়ার আশা ,হয়তো কিছুই নয়,
সত্যি যদি না হয় তবু দিচ্ছে উঁকিঝুকি।
এক ফালি সেই চাঁদের আলোয় আবছায়া সেই মুখ
মনের মাঝে লুকিয়ে থাকে ভাবতে ভালোবাসি-
কেউ কখনো ভাবতে নারে অন্তঃহীন সে আশা
ছাতের ওপর দাড়িয়ে থাকা সময় পাশাপাশি।