আকাশে ছিল মেঘ
বাতাসে ছিল বেগ-
বিদ্যুতের ওই ঝলক
পড়ল নাগো পলক।
আকাশে একটি মুখ
ভাবতে গেলেই সুখ,
বৃষ্টি যদি আসে
মন আনন্দে ভাসে।
সুর্য্য এখন কাবু
হাসছে পবন বাবু,
হাওয়া কিন্তু গরম
উত্তাপে নেই নমন।
উঠলো মন নেচে
গেলাম এবার বেঁচে,
ভাগ্য এলো যেচে
যায়না আবার কেঁচে।
হাসলো জলের ব্যাং
করবো ঘ্যাঙ্গর ঘ্যাং-
উলটো বুঝলো রাম
ছুটছে আমার ঘাম।
সুয্যি ফিরলো পাটে
পিচ গলেছে বাটে ,
কোথায় গেলো বৃষ্টি
এ তো অনাসৃষ্টি।
দুঃখ কেন করো
বোতলে জল ভরো,
চুমুক ভরে খাও
শুতে চলে যাও।