পৃথিবীর নিঃশ্বাসে গরল, সম্পর্কগুলো নাভিঃশ্বাস ওঠায়,
কেঁপে ওঠে দুনিয়ার ভিত শুধু পলকে পলকে,
এক টুকরো মেঘের আড়ালে লুকনো বিদ্যুতের ঝলকানির কারণ
শুধু জানা আছে দুর আকাশে উড়েযাওয়া গাংচিলের ডানায়-
প্রতি মুহুর্তের মধ্যবিত্ত আপসের জীবনে আজ দুর্গন্ধময় আবর্জনা,
ছিড়ে ফেলে যদি সব বন্ধনের ডোর গর্জে ওঠে অন্তরাত্মার বিপ্লব।
সারবাঁধা পিপড়ের দল যখন গড়ে তোলে আপন আবাস
কোথাও কি খবরে খুঁজে পাওয়া যায় তার কোন ছোয়া-
তোমার প্রতিটি মুহুর্তের বোবা কান্না প্রতিকারের দাবীতে
ফিরে ফিরে আসে সমাজের দেওয়ালের প্রতিঘাতে,
সম্পর্কের মায়াডোরে শুধু বঞ্চনার ছায়া -
নতুন সুর্যের আলোর ঝলকানি অপেক্ষায় আলিঙ্গনের ,
তোমার হাসির ছোয়ায় গান গেয়ে উঠুক গাছ পাতা ফুল,
সবুজের সিঞ্চন আকাশে বাতাসে ।
দ্বিধার আকাশে যদি খুঁজে ফিরে পাও শুকতারার অনিত্য ঝিকিমিকি,
দুহাত ভরে আপন করে নাও তারে শুধু -
দীপ্ত হয়ে ওঠ আজ নবজীবনের চিরসিঞ্চিত নতুন সজ্জায়।