না বলা কথাগুলো যে গুমরে মরে মনের মাঝে-
আমি যে শুধু তোমায় ভাবি সকাল সাঁঝে,
কান্না চেপে ভাবতে বসি আছ কেমন-
হায় রে পাগল এবার তোর যে হবে মরণ।
এই তো সেদিন গভীর গলায় বললে আমায়
লিখতে হবে সমালোচনা করে সময়-
তখন কি ছাই ভাবতে আমি পেরেছিলাম
হলো শুরু নেই কোন শেষ নেই তো বিরাম।
মুচকি হেসে সেই যে তুমি বললে আমায়-
তোমার লেখা আমায় তো ভাই সত্যি ভাবায়,
মনের মাঝে খুশির সুরে বাজলো বাঁশি-
যেথায় ফিরি সেথায় দেখি তোমার হাসি।
তোমার ঝলক আমার মাঝে আগুন জ্বালায়
সৃষ্টির এই আনন্দ যে তোমায় মানায়,
কেউ যে তোমায় আমার চোখে দেখতে নারে-
কেউ কি রে ভাই এমন ভালো বাসতে পারে?
তোমার কথা তোমার লেখা আমার নেশা -
অবুঝ মনের একটি কোনে একটি আশা,
সবাই যেদিন বুঝবে আমার মনের ভাষা -
ধন্য সেদিন হবে আমার ভালোবাসা।