মনের মাঝে জ্বলছে দাবানল
নির্বাপিত করা বড়ই দুষ্কর
সব পুড়িয়েও সে পোড়াতে অনড়
জোগাচ্ছি জ্বালানিরূপে আরো কাঠ খড়
নিয়ন্ত্রণহীন সে, কোথায়ইবা এর উৎসস্থল।
কেন তার গতিপথ করা যায় না রোধ
কোথায় সে পেলো অসীম বাহুবল
তারে রুখিতে আমরা এতই দুর্বল
নতজানু সমুখে, কতই না সরল
সম্মোহনী ক্ষমতার কাছে নিতান্তই অবোধ।
লোভ, তারেও তো রাখা যায় দমিয়ে
যা আছে তাতেই খুশি
নাইবা হলো এর থেকে বেশি
সুখেই কাটাবো আগত দিবানিশি
লোভের কদর্যতা যাবো মাড়িয়ে।
অহমিকা, সেতো মরীচিকা, করে শ্রেষ্ঠ বোকা
গলা টিপে তারে করা যায় বধ
প্রশ্রয় না দিয়ে জাগাই তার ক্রোধ
প্রভাবিত করার থাকে না মুরোদ
নত মস্তকে পলায়ন, না পেয়ে মওকা।
মানুষেরে পুড়িয়ে তার এই দহন নেশা
মানুষ না শ্রেষ্ঠ তবে কেন হবে দুর্দশা
অক্সি আর দেবো না তোমায়, জ্বালানি CO2 মেশা
প্রতিরোধ জনে জনে, মনে মনে আশা
পরাভূত করবো তোমায় বিধ্বংসী ঈর্ষা।