দিনের পর দিন, সবগুলিই মলিন
যে দিনটি গেলো, লেপে দিলো কালো
চলমান যে দিন, কিছু ঘটবে বলা কঠিন
আসবে যে দিন, হতে পারে রঙিন
সেই আশাতেই দিন গুনি, বিশ্বাস তবু টলেনি
মাসের পর মাস, রেখেছি এই আশ
বছরের পর বছর, কী করে কাটলো হয়নি গোচর
বার্ধক্যে হাজির, একদিক থেকে ফকির।
নিস্তরঙ্গ বৈচিত্রহীন জীবন, নিয়তিটাই হয়তোবা এমন
জীবন দর্পণে, সুখ দিতে পারে স্মরণে
কিছুই নেই মনে, রয়েছিলাম গৃহকোণে
সাদামাটা একঘেয়ে জীবন, তার নেই প্রয়োজন
বিচিত্রতার সঙ্গে, যদিও তা নিয়ম ভেঙে
ক্ষতিরও করি না পরোয়া, হয়ে যাবে গা-সওয়া।
দ্বিমত পোষণ একটি কথায়, পড়েছিলাম কোনো পুস্তিকায়
বলেছিলো কোনো বক্তা, পৌঁছে দিও এই বার্তা
অকৃতজ্ঞ বেঈমান সে, অস্বীকার করবে যে
আজকের দিনটি পেয়ে, বলবে মন্দ তা কালকের চেয়ে।
কিন্তু আজ যা ঘটিলো, কালই ছিলো ভালো
শুধু একদিন নয়, যতই দেখাও ভয়
বলবো দ্বিধাহীন চিত্তে, অনুধাবনের নিমিত্তে
একের পর এক দিবস-রাতি, হচ্ছে ক্রমাবনতি
তোমার এই কথা, পারবো না দিতে প্রবোধ মিথ্যা।