খোদা বলিবেন, করোনি আমায় স্মরণ
তারপরও তুমি মানব একজন
দেখেছি আমি, দুর্দশায় কাটিয়েছিলে জীবন
যেহেতু আমি ন্যায়পরায়ণ।
নিকটে আসতে আমার করিও না ভয়
অঙ্গীকারবদ্ধ আমি জেনেছ নিশ্চয়ই
তোমারে দিতে মুক্তি
যদিও করো নাই ভক্তি
তবুও যদি কোনো মানবের তরে
কিছু করিলে, হয়তোবা সবের অগোচরে।
কিঞ্চিৎ পূণ্যও যদি খুঁজে পাওয়া যায়
মুক্তি দেবো তোমায়, নির্দ্ধিধায়
কিছুই পাওয়া যায়নি, ভুল হতে পারে
পুনঃ পুনঃ তালাশে বাধ্য করবো তাদেরে।
দুনিয়ায় অপরাধে, দাঁড়াইলে কাঠগড়ায়
বিচারক দিতে নিস্কৃতি তোমায়
কতই না পন্থা রেখেছিলো কত ধারা-উপধারায়
যখন একান্তই নিরুপায়
শাস্তি কীভাবে লঘু করা যায়
বিজয় শেষাবধি তোমাতেই বর্তায়।
হে মানব, তুমি নও তুচ্ছ
আমি তদপেক্ষা ন্যায়বিচারক সপ্ত গগণ সুউচ্চ
তাই বলছি তোমারে
কিছু অন্তত করে এসো মানবের তরে।