রক্তে-মাংসে গড়া মানবী
প্রশংসায় ব্যস্ত আমরা কত কবি
কাগজ শত-সহস্র টন
হচ্ছে শেষ করতে গুণকীর্তন।
মানবীর ঐ মানবীয় রূপ
যা পেতে সবাই উন্মুখ
আমাদের এই মানবমন
তোমায় খোঁজে সারাক্ষণ।
স্বর্গের অপ্সরী
তাকে উপেক্ষা করি
সে তো রক্ত-মাংসের নয় মানবী
সর্বপ্রথম তাই তোমার কথাই ভাবি।
যদি কোনো পুণ্যের উছিলায়
যেতে পারি স্বর্গের আঙিনায়
অপ্সরীকে রেখে হেলায়
মানবী, তোমায় পেতে চাই নিরালায়।
অপ্সরীকে পেতে চাই না যেতে স্বর্গে
তোমাকেই যেন পাই সদা থাকি এই যজ্ঞে।
অপ্সরী, সে তো এক ক্রীড়নক
হয় পানসে নয়তোবা টক
যতই করা হোক তার রূপের বর্ণন
তুলির আচঁড় দিয়ে, আরো শত বিশেষণ।
মানবী, তোমায় এ্পারে চাই
ওপারেও চাই, তোমাকেই যেন পাই
তোমাকেই পাবো সেথা এই আশাতে
তবেই আমি যেতে পারি ঐ স্বর্গেতে।