আঁধার ঘনিয়ে এলো
চারিদিক নিকষ কালো
আজকের মতো শেষ করি সওদা
শুরু করি মালপত্র বাঁধা।
এমন সময় দ্রুতবেগে একজন
কোনো জিনিসের তার অতি প্রয়োজন
বিনয়ে বলি তারে হবে না এখন
দেখতে পাচ্ছ বাড়ি করবো গমন।
নাছোড়বান্দা, শুনবে না কোনো কথা
বাধ্য হয়ে বোঝা খুলি অগত্যা
দাম চুকিয়ে দ্রব্যটি নিয়ে
চলে গেলো সে একরকম পালিয়ে।
মনে কোনো সন্দেহের বীজ
স্থান দেইনি চিন্তা অতি নীচ
বাসায় ফিরে গুনে দেখি
এক আনা কম দিয়ে, দিয়েছে ফাঁকি।
উপকারের এই বুঝি প্রতিদান
উপকারের রাখলো না কোনো মান
বুঝতে রইলো না বাকি
ইচ্ছে করেই দিয়েছে ফাঁকি।
এক আনা কম দিয়ে
তা লাগবে না আমার গায়ে
কিন্তু তুমি পাপ-ঘৃণা
কামাই করলে ষোলআনা।