ঘুমোতে পারছি না, আসলে দিচ্ছে না
চোখের সামনে ঘুরছে এক জোনাকি পোকা
কিহে, বিরক্ত করছ কেন?
পেয়েছ তো ভারী মওকা!
সে কী অভিযোগ করলে আমার পানে
এসেছি তোমার ঘর আলোকিত করতে
আমার আগমন, আমার আলোকছটাতে
শিহরণ বয়ে যাবে প্রতি দেহকণাতে।
একদা ঘরখানি মোর ছিলো অন্ধকারে
তখন তো পাইনি কভু তোমার দেখা
কী ভীষণ প্রয়োজন! ছিলো তোমাকে তখন
এই বুঝি এলে করতাম তব অপেক্ষা।
এখন আমার ঘর সদা আলোকিত
দরকার হবে না আর হবে না কখনো
শুধু একটি কথার উত্তর বলে যাও
প্রয়োজনে তুমি দেখা দাওনি কেন?
এটাইতো রীতি পৃথিবীতে
যার আছে তাকে আরো দিয়ে যেতে
সদা তার স্তুতিবাক্যে নিয়োজিত থেকে
তাকে আরো উচ্চশিখরে পৌঁছিয়ে দিতে।
কিন্তু যার কিছুই নেই
তার তরে দায়িত্ব কী নেই কোনো
কীভাবে সে উৎরাবে বন্ধুর পথ
যদি তারে পথ না দেখাও কখনো?
দুঃখতো এখানেই, সব তারই কারসাজি
তাদের মুক্তি প্রভু রেখেছেন নিজ হাতে
আমাদের বলা হয়েছে
শুধু এড়িয়ে যেতে।
বিমর্ষ হয়ে লাভ নেই তাতে
তুমি ছিলে আঁধারে এখনতো আলোতে
মজেছেন তিনি যে খেলাতে
আঁধার কী আলো! তিনিই পারেন কাটাতে।