মনটা আজ বড়ই বিক্ষিপ্ত
ফুঁসে উঠেছে হঠাৎ
কীভাবে করি তারে শান্ত?
আর না তারে প্রবোধ দেয়া যায়
নতুন কী বলি তারে
রাখা যাবে না আর মিছে ছলনায়।
নিত্যদিন করাঘাত অগণিত প্রশ্নবাণ
আমিও অভিনব বাহানায়
করে রেখেছি অপেক্ষমান।
বিদ্রোহী মন, কেন আমায় অকারণ
যদি না করে অনুমোদন
কী করে করি তোমার সাধপূরণ!
আমিও তো চেষ্টায় রত
চতুর্মুখী চাপ অসহনীয়
মন, তোমার জন্য আজ দিগভ্রান্ত।
ভেঙে পড়বে ধৈর্যের বাঁধ
ছেয়ে ফেলেছে বিষাদ
বিলম্ব সমীচিন নয়
দু’কদম পরেই গিরিখাদ
খোদা, যদি দিতে একটি আনন্দ সংবাদ।