তোমার প্রেমেই পড়েই কি আমি ভুল করেছি?
আমার সমগ্ৰ সত্তাকে তুমি গ্রাস করেছ,
আমার অজান্তেই ,
আমি হয়ে উঠেছি তুমি।
তখনও বুঝিনি,
আমি তোমার নেশায় বুঁদ;
তবু সে নেশার সুখ আমায় স্পর্শ করে গেছে।
তোমার বেদনার নীল রঙ,
আমায় ভালোবেসেছে নিরন্তর,
সে নিরন্তর সুখের ভাগ কেবল আমার।
আমার প্রত্যেক শিরায় যে লাল রক্তস্রোত;
তাও ক্রমে নীল হবে,
তোমার প্রেমের প্রতিদান দিতে দিতে..
এখন আমার কবিতা জুড়ে শুধু তুমি,
আমার কবিতার প্রত্যেক শব্দও তোমার নেশায় মগ্ন।
তোমার অজ্ঞাতে আমার কবিতার শব্দ;
তোমায় স্পর্শ করে, চুম্বন করে..
তবুও বলবে কি!
তোমার প্রেমে পড়েই আমি ভুল করেছি?