ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..
তোমার সাথে প্রথম দেখা চলন্ত ভীড় বাসে,
অচেনা পথিকের মতই আমাদের প্রথম আলাপ।
বাস থেকে নেমে তুমি সেই যে হারালে, আর দেখা নেই।
পরে হঠাৎ ট্রেনের কামরায় অগোছালো সেই তুমি..
ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..

ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..
সাময়িক ব্যস্ততা থেমে যেতেই;
ট্রেনের মতই ধাবমান হল আমাদের আলাপচারিতা।
সেই প্রথম ভালো লাগা শুরু,
আর আজ তার চেয়ে কিছু বেশি।
ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..

ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..
ভালো লেগে গেলো অগোছালো তোমাকে,
মুহূর্তগুলো ভাবিয়ে তুলল ক্রমশ,
ভাবিয়ে তুললে তুমি,
সেই তুমি আমার প্রথম প্রেম।
ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..

ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..
আমি ভালোবাসি সেই তোমাকে,
যে তুমি প্রতিদিন নতুন আমায় সৃষ্টি কর,
নতুন করে চিনিয়ে দিয়ে
নতুন করে সকাল দেখাও।
ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..

ঠিক যেমনটা হওয়ার ছিল না, তবুও..
এই অগোছালো তুমি আমার অতীত ভোলাও,
নতুন করে বাঁচতে শেখাও,
তোমার নতুন সৃষ্টি আমি,
যে প্রতিমুহূর্তে তোমার প্রেমে পড়ি..